ওশেন মেরিটাইম একাডেমিতে ১২তম ব্যাচ নাবিক (রেটিং) কোর্সে ভর্তি চলছে 



প্রশিক্ষণ শেষে CDC প্রাপ্তি এবং নিজস্ব ওয়ার্কশপ, Practical Training Center ও নিজস্ব ম্যানিং এজেন্ট এর মাধ্যমে বিদেশী জাহাজে চাকুরীর সুবর্ণ সুযোগ। 

আবেদনের শেষ সময়ঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪ ইং
আবেদনের লিংকঃ https://dosrating.solutionart.net/

অনলাইনে আবেদনের ক্ষেত্রে যে কোন সহযোগীতার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

হটলাইনঃ 01610662266, 01610910910, 01755643739, 01755643745

ভর্তি সম্পর্কিত যে কোন তথ্য, আলোচনা ও নির্ভুলভাবে আবেদন ফর্ম পুরণ করার জন্য অফিস চলাকালীন সময়ে আমাদের ঢাকা ও চট্টগ্রামের অফিসে এসে যে কোন সহায়তা নেওয়া যাবে।

অফিসের ঠিকানাঃ

একাডেমিক ক্যাম্পাস (চট্টগ্রাম)ঃ সাঙ্গু বেড়িবাঁধ, উত্তর সলিমপুর, জাফরাবাদ, ফৌজদারহাট, সীতাকুন্ড, চট্টগ্রাম।
মোবাইল নাম্বারঃ 01610662266, 01610910910
গুগোল ম্যাপ লিংকঃ https://maps.app.goo.gl/MEe4MwMu7egC64bm9

ঢাকা অফিসঃ বাড়ি নংঃ ১০ (৪র্থ তলা), রোড নংঃ ৩১, সেক্টরঃ ০৭, উত্তরা, ঢাকা।
মোবাইল নাম্বারঃ ০১৭৫৫৬৪৩৭৪৫
গুগোল ম্যাপ লিংকঃ https://maps.app.goo.gl/st7TYg2S8zA8ph2U8


আসন সংখ্যাঃ

ডেকঃ ৩০ জন
ইঞ্জিনঃ ১০ জন
ফিটার কাম ওয়েল্ডারঃ ১০ জন
স্টুয়ার্ডঃ ১০ জন
কুকঃ ১০ জন


আবেদনের যোগ্যতাঃ

(ক) বয়সঃ ০১-০৯-২০২৪ ইং তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৬ হতে ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২০ হতে ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২৫ হতে ৪৫ বছর। প্রার্থীর এসএসসি/ সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচনা করা হবে। বয়স সম্পর্কিত অন্য কোন সনদ কিংবা হলফনামা গ্রহণ করা হবে না।

(খ) আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা (যে কোন একটি গ্রুপে আবেদন করতে পারবে)ঃ

- ডেক ও ইঞ্জিন (গ্রুপ-১)ঃ নূন্যতম এসএসসি (সকল বিভাগ), জিপিএ সর্বনিম্ন ২.৫ অথবা সমমানের।
- স্টুয়ার্ড ও কুক বিভাগ (গ্রুপ -২)ঃ নূন্যতম এসএসসি (সকল বিভাগ), জিপিএ সর্বনিম্ন ২.৫ অথবা সমমানের।
ফিটার কাম ওয়েল্ডার নাবিক (গ্রুপ-৪)ঃ সরকার অনুমদিত কোন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে মেরিন/ মেকানিক্যাল/ পাওয়ার/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/ শিপ বিল্ডিং এ ডিপ্লোমা পাশ অথবা নূন্যতম এসএসসি/ সমমানের প্রীক্ষায় উত্তীর্ণসহ দুই বছর মেয়াদী ট্রেড কোর্স পাশ অথবা নূন্যতম এসএসসি/ সমমানসহ বিটাক বা সমমানের প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং অথবা মেশিনশপে ৩ মাসের প্রশিক্ষণ।

উচ্চতাঃ নূন্যতম ৫'২"।

ওজনঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI চার্ট মোতাবেক BMI নূন্যতম ১৭ এবং সর্বোচ্চ ২৭। যেমনঃ ৫'২" এর ক্ষেত্রে ৪২-৬৭ কেজি।

দৃষ্টিশক্তিঃ ডেক রেটিংদের ক্ষেত্রে দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংদের ক্ষেত্রে দুই চোখ ৬/১২ এবং সকল নাবিককে বর্নান্ধতামুক্ত হতে হবে।

ভর্তি প্রক্রিয়া নৌপরিবহণ অধিদপ্তর কর্তৃক অনুষ্ঠিত হবে। আবেদন ফিঃ ৩৬০/- (সকল সার্ভিস চার্জ সহ)।