ওশেন মেরিটাইম একাডেমীতে যে কোন কোর্সে অনলাইনে ভর্তি হয়ে ঘরে বসেই কোর্স ফি পরিশোধ করার অত্যাধুনিক সুবিধা রয়েছে যা বাংলাদেশের মেরিন একাডেমীগুলোর মধ্যে প্রথম। অনলাইনে যে কোন কোর্সে ভর্তি ও কোর্স ফি প্রদানের জন্য নিম্নের প্রক্রিয়াগুলো অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
দৃষ্টি আকর্ষণ
১। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পর লগিন করে কোর্স ফি পরিশোধ করা যাবে। লগ ইন করার জন্য এখানে ক্লিক করুন।
২। যে কোন কোর্সে ভর্তি হওয়ার জন্য এখানে ক্লিক করুন।
৩। ভর্তি প্রক্তিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এস এম এস এর মাধ্যমে জানানো হবে।
৪। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগিন সম্পন্ন হওয়ার পর আপনার প্যানেলের "Pay Fees" অপশন থেকে অনলাইনে ফি প্রদান করতে পারবেন।
৫। অনলাইনে ফি প্রদানের জন্য যথাযথভাবে আপনার তথ্যগুলো ফিলাপ করতে হবে।
অনলাইনে কোর্স ফি পরিশোধ করার জন্য নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করুনঃ
ধাপঃ ০১
ওশেন মেরিটাইম একাডেমীর হোম পেজ থেকে "Pay Fees Online" এ ক্লিক করুন।
ধাপঃ ০২
"Pay Fees Online" পেজ এর উপরের অংশে বাম দিকে "login" এ ক্লিক করুন।
ধাপঃ ০৩
login করার জন্য আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড ছবিতে নির্দেশিত যথাস্থানে লিখুন। তারপর "i am not a robot" বক্সে ক্লিক করুন।
ধাপঃ ০৪
i am not a robot বক্সে টিক দেওয়ার পর এইরকম একটি বক্স আসবে। এখান থেকে সঠিক ছবিগুলোতে টিক দিয়ে তারপর "Next" এ ক্লিক করুন। আপনার ছবি নির্বাচন সঠিক হলে একটি সবুজ টিকমার্ক দেখাবে। সঠিক না হলে পুনরায় চেষ্টা করতে হবে। ছবি নির্বাচন প্রক্রিয়া শেষ হলে "login" এ ক্লিক করুন।
ধাপঃ ০৫
login সম্পন্ন হলে আপনি আপনার প্যানেল দেখতে পাবেন। প্যানেলের ড্যাশবোর্ডে আপনার সকল সামারি দেখা যাবে।
ধাপঃ ০৬
কোর্স ফি পরিশোধ করার জন্য বাম "Pay Now" ট্যাবে ক্লিক করুন। তারপর ছবিতে (ধাপঃ০৬) নির্দেশিত স্থানে আপনার সকল ইনফরমেশন নির্ভুলভাবে লিখুন। তারপর Amount এর ঘরে কত টাকা জমা দিবেন সেটা লিখুন। সকল তথ্য পুনরায় চেক করুন। সকল তথ্য নির্ভুল হলে "Pay Now" তে ক্লিক করুন।
ধাপঃ ০৭
পেমেন্ট করার জন্য আপনি কার্ড ইউজ করতে চাইলে "Cards" ট্যাব সিলেক্ট করে আপনার কার্ডের প্রযোজ্য তথ্যগুলো নির্ভুলভাবে লিখে নিচের "Pay.........." বাটনে ক্লিক করুন।
ধাপঃ ০৮
মোবাইল ব্যাংকিং মাধ্যমে (যেমন বিকাশ, রকেট) পেমেন্ট করার জন্য "Mobile Banking" ট্যাব সিলেক্ট করে যে মাধ্যমে পেমেন্ট দিবেন তা সিলেক্ট করে "Pay" বাটনে ক্লিক করুন। পরবর্তী ধাপে প্রযোজ্য তথ্য ফিলাপ করে আপনার পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করুন।