"সরকারী ও বেসরকারী মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণার্থী নাবিক (রেটিং) ভর্তির সমন্বিত পরীক্ষা নীতিমালা ২০২২" অনুযায়ী নাবিক (রেটিং) ভর্তির যোগ্যতা

সম্পূর্ণ নীতিমালাটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 

ডেক রেটিং

শিক্ষাগত যোগ্যতাঃ ডেক রেটিং প্রশিক্ষণার্থীদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এস এস সি পাস, সর্বনিম্ন জিপিএ ২.৫ অথবা সমমান।

বয়সসীমাঃ সাধারণ প্রার্থীদের বয়সসীমা নুন্যতম ১৬ হতে সর্বোচ্চ ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২০ হতে সর্বোচ্চ ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২৫ বছর হতে সর্বোচ্চ ৪৫ বছর। প্রার্থীর এস এস সি/ সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচ্য। বয়স সম্পর্কিত অন্য কোন সনদ কিংবা হলফনামা অগ্রহণযোগ্য।

শারীরিক যোগ্যতাঃ উচ্চতাঃ নূন্যতম ৫’২’’

ওজনঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার Body Mass Index (BMI) চার্ট মোতাবেক BMI নূন্যতম ১৭ এবং সর্বোচ্চ ২৭। যেমন উচ্চতা ৫’২’’ এর ক্ষেত্রে ওজন ৪২-৬৭ কেজি।

দৃষ্টিশক্তিঃ ডেক রেটিংদের ক্ষেত্রে দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংদের ক্ষেত্রে দুই চোখ কমপক্ষে ৬/১২ এবং সকল নাবিকের বর্ণান্ধতামুক্ততা।

অন্যান্যঃ আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক হতে হবে। তবে বিদেশী নাগরিক ভর্তির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট নীতিমালা/ বিধান প্রতিপালন করতে হবে।

 

ইঞ্জিন রেটিং

শিক্ষাগত যোগ্যতাঃ ইঞ্জিন রেটিং প্রশিক্ষণার্থীদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এস এস সি পাস, সর্বনিম্ন জিপিএ ২.৫ অথবা সমমান।

বয়সসীমাঃ সাধারণ প্রার্থীদের বয়সসীমা নুন্যতম ১৬ হতে সর্বোচ্চ ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২০ হতে সর্বোচ্চ ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২৫ বছর হতে সর্বোচ্চ ৪৫ বছর। প্রার্থীর এস এস সি/ সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচ্য। বয়স সম্পর্কিত অন্য কোন সনদ কিংবা হলফনামা অগ্রহণযোগ্য।

শারীরিক যোগ্যতাঃ উচ্চতাঃ নূন্যতম ৫’২’’

ওজনঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার Body Mass Index (BMI) চার্ট মোতাবেক BMI নূন্যতম ১৭ এবং সর্বোচ্চ ২৭। যেমন উচ্চতা ৫’২’’ এর ক্ষেত্রে ওজন ৪২-৬৭ কেজি।

দৃষ্টিশক্তিঃ ডেক রেটিংদের ক্ষেত্রে দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংদের ক্ষেত্রে দুই চোখ কমপক্ষে ৬/১২ এবং সকল নাবিকের বর্ণান্ধতামুক্ততা।

অন্যান্যঃ আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক হতে হবে। তবে বিদেশী নাগরিক ভর্তির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট নীতিমালা/ বিধান প্রতিপালন করতে হবে।

 

 

সেলুন রেটিং

শিক্ষাগত যোগ্যতাঃ সেলুন রেটিং প্রশিক্ষণার্থীদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এস এস সি পাস, সর্বনিম্ন জিপিএ ২.৫ অথবা সমমান।

বয়সসীমাঃ সাধারণ প্রার্থীদের বয়সসীমা নুন্যতম ১৬ হতে সর্বোচ্চ ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২০ হতে সর্বোচ্চ ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২৫ বছর হতে সর্বোচ্চ ৪৫ বছর। প্রার্থীর এস এস সি/ সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচ্য। বয়স সম্পর্কিত অন্য কোন সনদ কিংবা হলফনামা অগ্রহণযোগ্য।

শারীরিক যোগ্যতাঃ উচ্চতাঃ নূন্যতম ৫’২’’

ওজনঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার Body Mass Index (BMI) চার্ট মোতাবেক BMI নূন্যতম ১৭ এবং সর্বোচ্চ ২৭। যেমন উচ্চতা ৫’২’’ এর ক্ষেত্রে ওজন ৪২-৬৭ কেজি।

দৃষ্টিশক্তিঃ ডেক রেটিংদের ক্ষেত্রে দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংদের ক্ষেত্রে দুই চোখ কমপক্ষে ৬/১২ এবং সকল নাবিকের বর্ণান্ধতামুক্ততা।

অন্যান্যঃ আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক হতে হবে। তবে বিদেশী নাগরিক ভর্তির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট নীতিমালা/ বিধান প্রতিপালন করতে হবে।

 

কার্পেন্টার রেটিং

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার অনুমোদিত কোন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে কার্পেটেন্সি বিষয়ে ডিপ্লোমা অথবা নূন্যতম এস এস সি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে কার্পেটেন্সি কোর্স সম্পন্নকারী অথবা উক্ত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর উক্ত ব্রাঞ্চ হতে সন্তোষজনক চাকুরী শেষে অবসরপ্রাপ্ত নাবিকদের মধ্যে নূন্যতম নেভী কার্পেটেন্সি ওয়ার্কশপে ৬ (ছয়) মাসের প্রশিক্ষণসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

বয়সসীমাঃ সাধারণ প্রার্থীদের বয়সসীমা নুন্যতম ১৬ হতে সর্বোচ্চ ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২০ হতে সর্বোচ্চ ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২৫ বছর হতে সর্বোচ্চ ৪৫ বছর। প্রার্থীর এস এস সি/ সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচ্য। বয়স সম্পর্কিত অন্য কোন সনদ কিংবা হলফনামা অগ্রহণযোগ্য।

শারীরিক যোগ্যতাঃ উচ্চতাঃ নূন্যতম ৫’২’’

ওজনঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার Body Mass Index (BMI) চার্ট মোতাবেক BMI নূন্যতম ১৭ এবং সর্বোচ্চ ২৭। যেমন উচ্চতা ৫’২’’ এর ক্ষেত্রে ওজন ৪২-৬৭ কেজি।

দৃষ্টিশক্তিঃ ডেক রেটিংদের ক্ষেত্রে দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংদের ক্ষেত্রে দুই চোখ কমপক্ষে ৬/১২ এবং সকল নাবিকের বর্ণান্ধতামুক্ততা।

অন্যান্যঃ আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক হতে হবে। তবে বিদেশী নাগরিক ভর্তির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট নীতিমালা/ বিধান প্রতিপালন করতে হবে।

 

ডিজেল মেকানিক/ পাম্পম্যান রেটিং

 

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার অনুমোদিত কোন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে মেরিন/ মেকানিক্যাল/ পাওয়ার/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা অথবা নূন্যতম এস এস সি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ ২ (দুই) বছরের ট্রেড কোর্স অথবা নূন্যতম এস এস সি/ সমমান সহ বিটাক বা সমমানের প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং অথবা মেশিনশপে প্রশিক্ষণ অথবা উক্ত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর মেকানিক্যাল ব্রাঞ্চ হতে সন্তোষজনক চাকুরী শেষে অবসরপ্রাপ্ত নাবিকদের মধ্যে নূন্যতম ১ (এক) বছরের প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

বয়সসীমাঃ সাধারণ প্রার্থীদের বয়সসীমা নুন্যতম ১৬ হতে সর্বোচ্চ ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২০ হতে সর্বোচ্চ ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২৫ বছর হতে সর্বোচ্চ ৪৫ বছর। প্রার্থীর এস এস সি/ সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচ্য। বয়স সম্পর্কিত অন্য কোন সনদ কিংবা হলফনামা অগ্রহণযোগ্য।

শারীরিক যোগ্যতাঃ উচ্চতাঃ নূন্যতম ৫’২’’

ওজনঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার Body Mass Index (BMI) চার্ট মোতাবেক BMI নূন্যতম ১৭ এবং সর্বোচ্চ ২৭। যেমন উচ্চতা ৫’২’’ এর ক্ষেত্রে ওজন ৪২-৬৭ কেজি।

দৃষ্টিশক্তিঃ ডেক রেটিংদের ক্ষেত্রে দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংদের ক্ষেত্রে দুই চোখ কমপক্ষে ৬/১২ এবং সকল নাবিকের বর্ণান্ধতামুক্ততা।

অন্যান্যঃ আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক হতে হবে। তবে বিদেশী নাগরিক ভর্তির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট নীতিমালা/ বিধান প্রতিপালন করতে হবে।

 

প্লাম্বার রেটিং

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার অনুমোদিত কোন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা নূন্যতম এস এস সি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ ২ (দুই) বছরের ট্রেড কোর্স অথবা উক্ত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর মেকানিক্যাল/ শিপস রাইট ব্রাঞ্চ হতে সন্তোষজনক চাকুরী শেষে অবসরপ্রাপ্ত নাবিকদের মধ্যে নূন্যতম ১ (এক) বছরের প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

বয়সসীমাঃ সাধারণ প্রার্থীদের বয়সসীমা নুন্যতম ১৬ হতে সর্বোচ্চ ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২০ হতে সর্বোচ্চ ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২৫ বছর হতে সর্বোচ্চ ৪৫ বছর। প্রার্থীর এস এস সি/ সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচ্য। বয়স সম্পর্কিত অন্য কোন সনদ কিংবা হলফনামা অগ্রহণযোগ্য।

শারীরিক যোগ্যতাঃ উচ্চতাঃ নূন্যতম ৫’২’’

ওজনঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার Body Mass Index (BMI) চার্ট মোতাবেক BMI নূন্যতম ১৭ এবং সর্বোচ্চ ২৭। যেমন উচ্চতা ৫’২’’ এর ক্ষেত্রে ওজন ৪২-৬৭ কেজি।

দৃষ্টিশক্তিঃ ডেক রেটিংদের ক্ষেত্রে দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংদের ক্ষেত্রে দুই চোখ কমপক্ষে ৬/১২ এবং সকল নাবিকের বর্ণান্ধতামুক্ততা।

অন্যান্যঃ আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক হতে হবে। তবে বিদেশী নাগরিক ভর্তির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট নীতিমালা/ বিধান প্রতিপালন করতে হবে।

 

ইলেকট্রিশিয়ান রেটিং

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার অনুমোদিত কোন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা নূন্যতম এস এস সি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ ২ (দুই) বছরের ট্রেড কোর্স অথবা উক্ত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ হতে সন্তোষজনক চাকুরী শেষে অবসরপ্রাপ্ত নাবিকদের মধ্যে নূন্যতম নেভী ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে ৬ (ছয়) মাসের প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

বয়সসীমাঃ সাধারণ প্রার্থীদের বয়সসীমা নুন্যতম ১৬ হতে সর্বোচ্চ ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২০ হতে সর্বোচ্চ ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২৫ বছর হতে সর্বোচ্চ ৪৫ বছর। প্রার্থীর এস এস সি/ সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচ্য। বয়স সম্পর্কিত অন্য কোন সনদ কিংবা হলফনামা অগ্রহণযোগ্য।

শারীরিক যোগ্যতাঃ উচ্চতাঃ নূন্যতম ৫’২’’

ওজনঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার Body Mass Index (BMI) চার্ট মোতাবেক BMI নূন্যতম ১৭ এবং সর্বোচ্চ ২৭। যেমন উচ্চতা ৫’২’’ এর ক্ষেত্রে ওজন ৪২-৬৭ কেজি।

দৃষ্টিশক্তিঃ ডেক রেটিংদের ক্ষেত্রে দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংদের ক্ষেত্রে দুই চোখ কমপক্ষে ৬/১২ এবং সকল নাবিকের বর্ণান্ধতামুক্ততা।

অন্যান্যঃ আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক হতে হবে। তবে বিদেশী নাগরিক ভর্তির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট নীতিমালা/ বিধান প্রতিপালন করতে হবে।

 

রেফ্রিজারেশন মেকানিক রেটিং

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার অনুমোদিত কোন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা অথবা নূন্যতম এস এস সি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ উক্ত বিষয়ে ২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স পাশ।

বয়সসীমাঃ সাধারণ প্রার্থীদের বয়সসীমা নুন্যতম ১৬ হতে সর্বোচ্চ ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২০ হতে সর্বোচ্চ ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২৫ বছর হতে সর্বোচ্চ ৪৫ বছর। প্রার্থীর এস এস সি/ সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচ্য। বয়স সম্পর্কিত অন্য কোন সনদ কিংবা হলফনামা অগ্রহণযোগ্য।

শারীরিক যোগ্যতাঃ উচ্চতাঃ নূন্যতম ৫’২’’

ওজনঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার Body Mass Index (BMI) চার্ট মোতাবেক BMI নূন্যতম ১৭ এবং সর্বোচ্চ ২৭। যেমন উচ্চতা ৫’২’’ এর ক্ষেত্রে ওজন ৪২-৬৭ কেজি।

দৃষ্টিশক্তিঃ ডেক রেটিংদের ক্ষেত্রে দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংদের ক্ষেত্রে দুই চোখ কমপক্ষে ৬/১২ এবং সকল নাবিকের বর্ণান্ধতামুক্ততা।

অন্যান্যঃ আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক হতে হবে। তবে বিদেশী নাগরিক ভর্তির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট নীতিমালা/ বিধান প্রতিপালন করতে হবে।

 

ফিটার কাম ওয়েল্ডার রেটিং

 

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার অনুমোদিত কোন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে মেরিন/ মেকানিক্যাল/ পাওয়ার/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/ শিপ বিল্ডিং এ ডিপ্লোমা পাশ অথবা, নূন্যতম এস এস সি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ ২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স পাশ অথবা নূন্যতম এস এস সি / সমমানসহ বিটাক বা সমমানের প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং অথবা মেশিনি শপে ৩ মাসের প্রশিক্ষণ।

বয়সসীমাঃ সাধারণ প্রার্থীদের বয়সসীমা নুন্যতম ১৬ হতে সর্বোচ্চ ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২০ হতে সর্বোচ্চ ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২৫ বছর হতে সর্বোচ্চ ৪৫ বছর। প্রার্থীর এস এস সি/ সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচ্য। বয়স সম্পর্কিত অন্য কোন সনদ কিংবা হলফনামা অগ্রহণযোগ্য।

শারীরিক যোগ্যতাঃ উচ্চতাঃ নূন্যতম ৫’২’’

ওজনঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার Body Mass Index (BMI) চার্ট মোতাবেক BMI নূন্যতম ১৭ এবং সর্বোচ্চ ২৭। যেমন উচ্চতা ৫’২’’ এর ক্ষেত্রে ওজন ৪২-৬৭ কেজি।

দৃষ্টিশক্তিঃ ডেক রেটিংদের ক্ষেত্রে দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংদের ক্ষেত্রে দুই চোখ কমপক্ষে ৬/১২ এবং সকল নাবিকের বর্ণান্ধতামুক্ততা।

অন্যান্যঃ আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক হতে হবে। তবে বিদেশী নাগরিক ভর্তির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট নীতিমালা/ বিধান প্রতিপালন করতে হবে।

 

ইলেকট্রো টেকনিক্যাল রেটিং

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার অনুমোদিত কোন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক/ ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা।

বয়সসীমাঃ সাধারণ প্রার্থীদের বয়সসীমা নুন্যতম ১৬ হতে সর্বোচ্চ ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২০ হতে সর্বোচ্চ ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নূন্যতম ২৫ বছর হতে সর্বোচ্চ ৪৫ বছর। প্রার্থীর এস এস সি/ সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচ্য। বয়স সম্পর্কিত অন্য কোন সনদ কিংবা হলফনামা অগ্রহণযোগ্য।

শারীরিক যোগ্যতাঃ উচ্চতাঃ নূন্যতম ৫’২’’

ওজনঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার Body Mass Index (BMI) চার্ট মোতাবেক BMI নূন্যতম ১৭ এবং সর্বোচ্চ ২৭। যেমন উচ্চতা ৫’২’’ এর ক্ষেত্রে ওজন ৪২-৬৭ কেজি।

দৃষ্টিশক্তিঃ ডেক রেটিংদের ক্ষেত্রে দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংদের ক্ষেত্রে দুই চোখ কমপক্ষে ৬/১২ এবং সকল নাবিকের বর্ণান্ধতামুক্ততা।

অন্যান্যঃ আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক হতে হবে। তবে বিদেশী নাগরিক ভর্তির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট নীতিমালা/ বিধান প্রতিপালন করতে হবে।